Polaroid
<<mobilebooks>>
ভুতের ছবি
==>গোয়েন্দা ভূত<==
মানুষ যেমন অত্যাচারের প্রতিশোধ নেয় ,সেই রকম অশুভ আত্নারা ও অত্যাচারের কথা মৃত্যুর পরেও ভুলে যায় না ।তার তারপ্রতিশোধ গ্রহন করে । স্টেশন টি বেশ বড় ।অনেক গুলি ট্রেন যাতায়াত করে ।বড় বড় দোকান পাট , ইলেকট্রনি লাইট সবই আছে ।লোক বসতি ও প্রচুর ।হাটের দিন দুরের গ্রাম গ্রামান্তর থেকে আসে অনেকলোক ।বড় বড় বহাজনেরা টাকার বান্ডিল নিয়ে আসে ।হাটে মালপত্র খরিদ করে নৌকা বা লরী বোঝাই করে ফিরে যায় ।এই ভাবেই শান্তিতে দিন কাটে গ্রামবাসীর । কিন্তু হঠাত্‍ দেখা দিল অশান্তি ।হাটে দত্তদের জুয়েলারি দোকানে ডাকাতি হয়ে গেল ।সবাই আশ্চর্য হয়ে গেল এই ডাকাতির কথা শুনে ।সবাই বলাবলি করতে লাগল , কি সর্বনাশ রে বাবা।
২ নং ছবি
।এ অঞ্চলে এরকম ডাকাতির কথা আগে কেও শুনেনি ।সংবাদ পেয়ে পুলিশ ছোটে এল ।দত্ত মশায় আর সরকার মশায় কে জিজ্ঞেস করল তারা চিনতে পেরেছে কিনা ।তারা বলল ,নাচিনতে পারিনি মুখে কালো কাপড় বাধা ছিল ।অবশেষে হিসাব করে দেখা গেল প্রায় পাঁচ হাজার টাকার জিনিস ডাকাতি গেছে ।দত্ত মশায় বললেন ,লোহার সিন্দুকে সব থাকে ।ডাকাত রা লোহার সিন্দুক ভাঙতে পারেনি ।সামনে যা পেয়েছি ।তাই নিয়ে পালিয়েছে ।এর এক মাস পরে আবার আরেকটি তাজ্জব ডাকাতি ঘঠল ।এক মহাজন হাটে মাল কিনতে এসে ডাকতদের হাতে খুন হল ।ব্যাপার উপরতলার পুলিশ দের নজর কারল ।এই ডাকাতদের ধরার দায়িত্ব দেয়া পুলিশ ইন্সপেক্টার শাহিন কে ।এরপর অনেকদিন চলে গেল কিন্তু শাহিন অনেক চেষ্টা করেও ডাকাতদের ধরতে পারল না ।একদিন শাহিন বারন্দায় বসে ডাকাতদের বিষয়ে ভাবছেএমন সময় একটা সাদা কাপড় পড়া লোক এসে বলল ,ডাকতদের ধরতে চায়লে আমার পিছু পিছু আসুন ।শাহিন লোকটার পিছু পিছু সব পুলিশদের সাথে নিয়ে গিয়ে ডাকাতদের ধরে ফেলল ।শাহিন লোকটার নাম জানতে চাইলে সে বলল,আমি ডাকতদের হাতে খুন হওয়া সেই মহাজন ।বলেই নিমেষে অদৃশ্য হয়ে গেল । এরপর আবার জন জীবনে শান্তি ফিরে এল ।
৩নং ছবি
>>>>>সমাপ্ত<<<<<